ঢাকা টেস্টের প্রথম দিনের একদম শেষ বেলায় তামিম ইকবাল আউট না হলে পুরো দিনটা নিজেদের করে নিতে পারত বাংলাদেশ। শেষটা ভালো না হলেও দ্বিতীয় দিনের প্রথম সেশনে ভালো শুরু করার ইচ্ছে থাকলেও তা পূরণ হয়নি। কারণ দিনের শুরুতেই মমিনুলের গুরুত্বপূর্ণ উইকেট হারিয়েছে সাকিবের দল।
আজ বুধবার (৫ এপ্রিল) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনশেষে ১৮০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের শুরুটা চার মেরে করলেও নড়বড়ে ব্যাটিংয়ে মমিনুলের আউট হওয়ার শঙ্কা জেগেছিল। হয়েছেও তাই। দলীয় ৪০ রানে মার্ক অ্যাডাইরের বলে বোল্ড আউট হন মমিনুল। ৩৪ বল খেলে ১৭ রানের বেশি করতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। মমিনুলের বিদায়ে এখন চাপ সামাল দেওয়ার চেষ্টা করছেন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব-মুশফিক।
এর আগে গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) মিরপুরে আগে ব্যাট করে ২১৪ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। শেষ বিকেলে খেলতে নেম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৪ রান তোলে বাংলাদেশ।
খুলনা গেজেট/এনএম