খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর গ্রামে গাজী জাহাঙ্গীর হোসেনের মাছের পুকুরে বিষ প্রয়োগের ফলে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার মাছ মরে গেছে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বুধবার ভোরবেলা কে বা কারা গাজী জাহাঙ্গীর হোসেনের মাছের পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে বিষয়টি জানাজানি হয়। গাজী জাহাঙ্গীর হোসেনের অভিযোগ পূর্ব শত্রুতাবশতঃ তাঁর পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। গত দুই বছর ধরে তিনি ওই পুকুরের মাছ না ধরে বড় করছেন। এর ফলে তিনি ১০ লাখ টাকার আর্থিক ক্ষতির সন্মুখীন হয়েছেন।
এর আগে গত ১৪ মে একই ইউনিয়নের লাখোয়াটী বিলে সাগর মোল্যাার মাছের ঘেরে বিষ প্রয়োগের ফরে ৮০ মণের অধিক মাছ মরে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৭ লক্ষ টাকা। মাছ চাষের জন্য প্রসিদ্ধ এলাকা দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোয়াটী এবং বারাকপুরে শত্রুতাবশতঃ প্রায় মাছের ঘের এবং পুকুরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এর ফলে ওই এলাকার অনেক মাছ ব্যবসায়ী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অনেকে সর্বশান্ত হচ্ছেন।
খুলনা গেজেট/এনএম