“নারী ও শিশু নির্যাতনের কোন ক্ষমা নেই” এই শ্লোগানকে সামনে রেখে বেসরকারি সংস্থা রুপান্তর আয়োজিত প্লাটফর্ম সদস্যদের এক শেয়ারিং সভা বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বেলা ১১ টায় দিঘলিয়া উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।
প্লাটফর্মের আহবায়ক ও দিঘলিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরীন ময়নার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উক্ত প্লাটফর্মের যুগ্ম আহবায়ক ও পথেরবাজার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক নাজনীন আক্তার, যুগ্ম আহবায়ক দিঘলিয়া এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মেহেদী হাসান, সদস্য সচিব দিঘলিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি শেখ মনিরুল ইসলাম, সরোয়ার খান ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল শেখ আলতাফ হোসেন, দিঘলিয়া প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ডাঃ সৈয়দ আবুল কাশেম, বর্তমান সভাপতি মোঃ একরামুল হোসেন লিপু, স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন এসোসিশন এর সভাপতি মোল্যা মাকসুদুল ইসলাম, পথেরবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মোঃ মিজানুর রহমান জীবন, ভরসা ফাউন্ডেশনের প্রতিনিধি মোসাঃ রেহেনা পারভীন, সেনহাটী মহিলা ইউপি সদস্য রওশন আরা রিনি, বারাকপুর মহিলা ইউপি সদস্য আলেয়া বেগম, আড়ংঘাটা মহিলা ইউপি সদস্য জোসনা আহন্মেদ, রেহেনা বেগম, যোগিপোল মহিলা ইউপি সদস্য মাহাফুজা বেগম, দিঘলিয়া মহিলা ইউপি সদস্য হাফিজা খাতুন, সেনহাটী মহিলা ইউপি সদস্য কোহিনুর বেগম, আবেদা বেগম, নারীনেত্রী তাসকিরা বেগম, সাবানা খাতুন, ফাতেমা খাতুন, জেসিকা সুলতানা, মোসাঃ রুবাইনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন রুপান্তের তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।
খুলনা গেজেট /এমএম