দিঘলিয়া উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ সেলের ত্রৈমাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
২৫ মার্চ বৃহস্পতিবার বেলা ১২ টায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলীমুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোল্যা আকরাম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলী রেজা বাচা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসানউল্লাহ চৌধূরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহাবুবুল আলম ও উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এরআগে একই সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একই কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/ টি আই