সাংগঠনিক গতিশীলতার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল( বিএনপি) দিঘলিয়া উপজেলা শাখার ৪ টি ইউনিয়নের পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সাইফুর রহমান মিন্টু ও অপর চার যুগ্ম আহবায়ক বৃহস্পতিবার (৩১ মার্চ) ৪ টি ইউনিয়নের নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন দেন।
দিঘলিয়া ইউনিয়নঃ দিঘলিয়া ইউনিয়নে ডাঃ শেখ হাফিজুর রহমানকে আহবায়ক, মোঃ জাসেদ কবির জুয়েল, শেখ আবদুল্লাহ আল মামুন নিপু, খান মোহান্মদ হোসেন, সোহেল পারভেজ কাকন, সাজ্জাদ মোল্যা, মোল্যা তৈয়েবউদ্দিন ও শেখ জিয়াউদ্দিন মিলনকে যুগ্ম আহবায়ক করে ৩৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
সেনহাটী ইউনিয়নঃ সেনহাটী ইউনিয়নে শেখ মোসলেমউদ্দিনকে আহবায়ক, গাজী মোঃ এনামুল হোসেন মাসুম, মোঃ দেলোয়ার হোসেন, খন্দকার ফারুক হোসেন, মোঃ জিয়াউর রহমান, মোহান্মদ আলী মিন্টু, মোঃ আলমগীর হোসেন ও রবিউল ইসলামকে আহবায়ক করে ৫৪ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করস হয়।
বারাকপুর ইউনিয়নঃ বারাকপুর ইউনিয়নে মোঃ ইমরান হোসেনকে আহবায়ক, মোঃ আলম চৌধূরী, শেখ জাকির হোসেন, মোঃ আকরাম হোসেন ছোট, মোঃ শফিউদ্দিন শাফী, মোঃ নূরুজ্জামান শেখ, মোঃ লিটন শেখ, মোঃ গোলাম শেখ, মোঃ তুহিন শেখ, মোঃ বাবুল শেখ ও শরীফ ইমামুল ইসলামকে যুগ্ম আহবায়ক করে ৪৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়।
গাজীরহাট ইউনিয়নঃ গাজীরহাট ইউনিয়নে বাবু রাম প্রসাদ অধিকারীকে আহবায়ক মোঃ বাদশা গাজী, মুকীদ মীর, সুলতান মাহমুদ লাল্টু, মোঃ আমিনুল ইসলাম খোকা, মোঃ খাজা, মোঃ মজিদ মোল্যা, আকরাম গাজী ও মহাসিন শেখকে যুগ্ম আহ্বায়ক করে ৪২ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠিত হয়।
খুলনা গেজেট/ এস আই