খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের
ব্যয় ১ কোটি ৯৭ লাখ টাকা

দিঘলিয়ার কামারগাতী থেকে রাধামাধবপুর সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে

একরামুল হোসেন লিপু, দিঘলিয়া

স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীর ঐকান্তিক প্রচেষ্টায় ১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে উপজেলাধীন আড়ুয়া আরএইচডি -কামারগাতী সড়কের সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। গত বছরের ২৪ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বারাকপুর ইউনিয়নবাসীর প্রত্যাশিত এ সড়কটির সংস্কার কাজের উদ্বোধন করেন।

এর কিছুদিন পর বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মেসার্স আকন ট্রেডার্স নামে কার্যাদেশ পাওয়া একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির সংস্কার কাজ শুরু করে। শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সড়কটির সংস্কার কাজে বেশকিছু অনিয়মের অভিযোগ উঠে। অভিযোগের পরিপেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজের গুনগত মান বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তাদের তদারকির ফলে কাজের গুণগত মানের উন্নতি হয়। ইতিমধ্যে সড়কটির ৬০ শতাংশ সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। আগামী মাসে নির্ধারিত সময়ের মধ্যে বাকী ৪০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে এ প্রতিবেদককে জানিয়েছেন সংস্কার কাজের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল। তিনি বলেন, সরকারের ২০২১-২২ অর্থ বছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংস্কার কাজের আওতায় চেইনেজ ১৫০০ থেকে ৫৮১৫ সড়কটির সংস্কার কাজ চলমান রয়েছে। সংস্কার কাজটির মোট দৈর্ঘ্য ৪ দশমিক ৩১৫ কিলোমিটার। প্রাক্কলিত মূল্য ১ কোটি ৯৭ লক্ষ ২৮০ টাকা। চুক্তিমূল্য ১ কোটি ৮২ লক্ষ ৩৯ হাজার ৫৬৯ টাকা।

মঙ্গলবার (২৪ মে) সড়কটির কার্পেটিং কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী ( এলজিইডি) আবু তারেক সাইফুল কামাল, বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য মোঃ হায়দার আলী মোল্যা ও স্থানীয় সুধীবৃন্দ।

উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতী থেকে রাধামাধবপুর পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার এ সড়কটি দীর্ঘদিন যাবৎ সংস্কার বিহীন অবস্থায় পড়ে ছিলো। ফলে সড়কটি দিয়ে যানবাহন এবং পথচারীদের চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য অবগত হওয়ার পর তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় বেশ কয়েক বছর যাবৎ সংস্কার বিহীন অবস্থায় থাকার পর সড়কটির সংস্কার কাজ শুরু হয়।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!