হত্যাকাণ্ডের দুইদিন পর দিঘলিয়ার সেনহাটীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক মাইনুল হত্যায় মামলা হয়েছে। নিহতের পিতা মিজানুর রহমান বাদী হয়ে দিঘলিয়া থানায় এ মামলা দায়ের করেছেন। মামলা নং ৭। তাং ৮/৩/২০২৩। মামলায় প্রধান আসামী করা হয়েছে আল আমিনকে।
দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার খুলনা গেজেটকে বলেন, হত্যা মামলায় আসামী করা হয়েছে ১৫ জনকে। এরমধ্যে এজাহারভুক্ত আসামি ১০ জন। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫ জনকে। এজাহারভুক্ত আসামি শাহ আলম মুন্সি (৩০) কে বুধবার (৮ মার্চ) ভোরে সেনহাটী থেকে গ্রেফতার করে কোর্টে চালান দেওয়া হয়েছে।
তিনি বলেন, বাকী আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গতঃ ৬ মার্চ প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় মাইনুল নামে এক যুবককে। নিহত মাইনুলের বিরুদ্ধে দিঘলিয়া থানায় মারপিটের ৭ টি মামলা রয়েছে।
খুলনা গেজেট/কেডি