খুলনা, বাংলাদেশ | ১৪ আশ্বিন, ১৪৩১ | ২৯ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  কুষ্টিয়ার খোকসায় সড়ক দুর্ঘটনায় তিন শিশু নিহত, আহত দুই
  দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

দিঘলিয়ায় গাজীরহাট ইউপি চেয়ারম্যানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

দিঘলিয়ার গাজীরহাট ইউনিয়নের ডোমরা বাজার দখলকে কেন্দ্র করে পরবর্তী হামলার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে গাজীরহাট ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু তার ভাই যুবলীগনেতা হামিম মোল্লাসহ ২০ জনকে। এছাড়াও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫/২০ জনকে। মামলা নং ২। তাং ১/৯/২০২৪। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হামিদপুর ইউপি সদস্য কামাল হোসেনকে আটক করেছে।

মামলার বাদী হামলার ঘটনায় মারাত্মক আহত গাজীরহাট ইউনিয়ন বিএনপি’র ৯ নং ওয়ার্ড কমিটির সভাপতি মহসিন শিকদারের ছেলে বখতিয়ার শিকদার এজাহারে উল্লেখ করেন, ৩০ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৮ টার দিকে ডোমরা হাট হতে পান বিক্রি করে আমি আমার পিতা মহসিন শিকদার মোটরসাইকেলযোগে যাওয়ার পথে জুঙ্গুশিয়া নাসির মেম্বারের বাড়ির পাশে পাকা রাস্তার উপর পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা এজাহারনামীয় আসামিসহ অজ্ঞতনামা ২৫/২০ জন ব্যক্তি রামদা, লোহার রড, জিআই পাইপ, ঝুঁপি, বাঁশের লাঠি, হাতুড়িসহ দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের পথরোধ করে এবং পিটিয়ে আহত করে। এ সময় মারাত্মক আহত আমার পিতাকে প্রথমে মাঝিরগাতী সন্ধ্যানী ক্লিনিক হতে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

খুলনা গেজেট/লিপু/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!