খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারি: আইন উপদেষ্টা
  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল

দিঘলিয়ায় কিশোরীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার হুমকি, থানায় মামলা

দিঘলিয়া প্রতিনিধি

খুলনার দিঘলিয়া উপজেলায় ১১ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। কিশোরীটি স্থানীয় একটি হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। কিশোরীর বাবা এ সংক্রান্ত একটি অভিযোগ দিঘলিয়া থানায় জমা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের বারাকপুর গ্রামের (উঃ) পাড়া ৫নং ওয়ার্ডে। এ অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বাড়ি একই এলাকায়।

কিশোরীর বাবার থানায় অভিযোগ দায়ের করা এজাহারের ভিত্তিতে জানা যায়, তার স্ত্রী দর্জি এবং কাপড়ের ব্যবসা করার সুবাদে প্রতিবেশী মৃত মতি শেখের ছেলে মোঃ জাহাঙ্গীর শেখ (৫০) তার স্ত্রীর জন্য বাকিতে কাপড় তৈরি করে। রবিবার (৩০ জানুয়ারি) বকেয়া টাকা পরিশোধের দিন থাকায় সন্ধ্যা আনুমানিক সোয়া ৬ টার দিকে বাদীর মেয়েকে জাহাঙ্গীরের বাড়িতে টাকা আনতে পাঠায়। এ সময় জাহাঙ্গীর তার মেয়েকে টাকা দেয়ার কথা বলে ঘরের ভিতরে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণের উদ্দেশ্যে ধস্তাধস্তির একপর্যায়ে ওই কিশোরীর পরনের কাপড় খুলে ফেলে। ঘটনার সময় জাহাঙ্গীর ছাড়া বাড়িতে কেউ ছিল না। এ সময় কিশোরীর আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসার আওয়াজ পেয়ে ধর্ষণের চেষ্টাকারী জাহাঙ্গীর ওই কিশোরীর হাতে পাওনা টাকা দিয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ এ ঘটনার বিষয়ে কাউকে কিছু বলতে নিষেধ করে এবং হুমকি দিয়ে বলে- ‘এ বিষয় কাউকে যদি কিছু বলিস তাহলে তোকে মেরে ফেলবো’। ঘটনার কিছুক্ষণ পর ওই কিশোরী বাড়িতে এসে বকেয়া টাকা তার মায়ের কাছে দিয়ে ঘটনার বিষয়ে খুলে বললে তারা নিরুপায় হয়ে নিকটাত্মীয়ের পরামর্শে ঘটনার দিন রাতেই স্বশরীরে দিঘলিয়া থানায় উপস্থিত হয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার সত্যতা স্বীকার করেছে দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসানউল্লাহ চৌধুরী। তিনি বলেন, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ১৩। তাং ৩১/০১/২০২২।

ইন্সপেক্টর তদন্ত রিপন কুমার সরকার খুলনা গেজেটকে বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত জাহাঙ্গীর পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জোর চেষ্টা অব্যাহত রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!