সিরিয়ার রাজধানী দামেস্কে মিসাইল হামলা চালিয়েছে ইসরাইল। এতে অন্তত তিন সিরিয়ান নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে দামেস্কের দক্ষিণ অংশে এই হামলা হয় বলে জানিয়েছে সিরিয়ার গণমাধ্যমগুলো।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গোলান হাইটস থেকে এই হামলা পরিচালনা করে ইসরাইল।
সিরিয়া দাবি করেছে, ইসরাইলি মিসাইলগুলোকে আকাশেই ধ্বংস করে দিতে পেরেছে তারা। মিসাইল আঘাত হানার আগেই দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে উঠেছিল।
তবে সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার একটি সেনাঘাটি যেখানে ইরানপন্থী মিলিশিয়ারা অবস্থান করছিল, সেখানে হামলা চালিয়েছে ইসরাইল।
মিসাইলের কারণে দুটি ফ্লাইট বাতিল করা হয়। সমগ্র দামেস্ক থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। গত কয়েক মাস ধরেই দামেস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা চালিয়ে আসছে ইসরাইল। গত সপ্তাহেও এ এলাকায় দুটি হামলা চালিয়েছে দেশটি।
ইসরাইলের দাবি, তারা ইরানপন্থী মিলিশিয়াদের টার্গেট করে এ হামলা চালায়
তবে মিলিশিয়ারা সেনা ঘাটিতে অবস্থান করায় সিরিয়ার সেনারাও মারা পড়ছে। গত মাসে ইসরাইলের হামলায় অন্তত ৪ সিরিয়ান সেনা নিহত হয়েছে।