সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতিরক্ষাব্যবস্থা ধসে পড়েছে। আর সেইসাথে বিদ্রোহীরা রাজধানী দামেস্কে প্রবেশ করতে যাচ্ছে।
দামেস্ক সিটির এক অধিবাসী সিএনএনকে বলেছেন, বিদ্রোহীরা এখন বারজেতে অবস্থান করছে। এখনো সংঘর্ষ চলছে।
তিনি বলেন, ‘আমি বিদ্রোহী যোদ্ধাদেরকে বারজের ভেতরের অলিগতিতে দেখতে পাচ্ছি। লড়াইয়ের প্রচণ্ড শব্দ আসছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে, ইন্টারনেট খুবই দুর্বল। লোকজন তাদের বাড়িঘরে অবস্থান করছে।
পর্যবেক্ষণকারী ইউনিটগুলো রাতেই দামেস্কে প্রবেশ করেছে। তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সন্ধান করছে। তবে তাকে তারা পায়নি।
একটি সূত্র জানায়, বিদ্রোহীদের বিশেষ ইউনিটগুলো দামেস্কে প্রবেশ করে কৌশলগত স্থানগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করছে।
বিদ্রোহীরা দাবি করেছে, তারা আসাদ সরকারের সিনিয়র সদস্যদের সাথে যোগাযোগ করছে। এসব সদস্য পক্ষত্যাগ করছে।
শনিবার এক দিনে সিরিয়ার চারটি নগরী দখল করার পর বিদ্রোহীরা রাজধানী দখল করার দিকে মনোযোগ দেয়। দারা, কুনিত্রা, সাওয়াদা ও হোমস শনিবার বিদ্রোহীরা দখল করে।
বিদ্রোহীদের মুখপাত্র লে. কর্নেল হাসান আবদুল গনি রোববার ভোররাতে বলেন, তারা দামেস্কের আশপাশের পুরো এলাকা দখল করে ফেলছেন। তাদের চোখ এখন দামেস্কের দিকে।
খুলনা গেজেট/এইচ