খুলনার দাকোপ উপজেলায় তিডাডাংগা ইউনিয়নে গড়খালী এলাকায় অভিযান চালিয়ে লবণ পানি তোলার জন্য দুই জনের কাছ থেকে জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৮ মে) দুপুর ১টায় উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নে গড়খালী এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানে অবৈধ ভাবে লবণ পানি উত্তোলনের দায়ে দুই জনের কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আদালতে নেতৃত্ব দেন দাকোপ উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জুবায়ের জাহাঙ্গীর।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে শিবসা নদী থেকে এলাকায় অবৈধভাবে লবণ পানি উত্তোলন করে আসছিল কামরুল সরদার (৪৫) ও ইউপি সদস্য মোয়াজ্জেম মোল্লা (৫৫)। লবণ পানি উত্তোলন করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লবণ পানি উত্তোলনকারীদের কাছ থেকে পৃথকভাবে ৫ হাজার করে সর্বমোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন তিলডাঙ্গা ইউনিয়ন তফসীল দার সরদার অহিদ মুরাদ, অফিস সহকারী মোঃ কামরুল ইসলাম, তিলডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচাজ হাসান আলীসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/এনএম