খুলনার দাকোপ উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি নান্টু রায়। শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রথমে কৈলাশগঞ্জ ইউনিয়নের শতবর্ষের পুরানো ধোপাদী তক্তামারি সার্বজনীন কালিমন্দির এবং পর্যায়ক্রমে বাজুয়া বেড়ের খাল সার্বজনীন কালিমন্দির, পশ্চিম বাণীশান্তা সার্বজনীন কালিমন্দির ও বুড়ির ডাবুর কালিমন্দির পরিদর্শন করেন।
মন্দির পরিদর্শনকালে ট্রাস্টি মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম, মন্দিরের অবকাঠামো, দেবত্ব সম্পত্তি নিয়ে মন্দির কমিটি এবং স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করেন।
সূত্রে জানা যায় , ট্রাস্টি ইতোমধ্যে উপজেলার ৩৮টি মন্দিরের অবকাঠামো নির্মাণ, ৭৬টি মন্দিরে দূর্গাপূজার অনুদান ও ৬৮টি অতিদরিদ্র পরিবারে নগদ অর্থ প্রদান করেছেন।
মন্দির পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন, শিক্ষক দীপক রঞ্জন রায়, রনজিৎ কুমার রায়, বিদেশ রায়, নাগরিক নেতা স্বপন কুমার রায়, দেবব্রত বিশ্বাস, রনজিত কুমার গাইন, ননীগোপাল গাইনসহ আরও অনেকে।
খুলনা গেজেট / এআর