খুলনার দাকোপ উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই আয়োজন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।
জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার অর্থায়নে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আম্ফানে ক্ষতিগ্রস্থ ১১৪ জন মৎস্যজীবী, ১২১ জন সবজিচাষি, ১০০ জন ধানচাষি ও ১৬০ জন মুরগী পালনকারীদের মধ্যে সহায়তা হিসেবে মাছের খাবার, সার-বীজ, কৃষি উপকরণসামগ্রী ও বিকাশের (মোবাইল ব্যাংকিং সেবা) মাধ্যমে নগদ ৩ হাজার ৫৬ টাকা প্রত্যেক উপকারভোগীর দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনছুর আলী খান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পরিতোষ রায়, কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খান, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. সেলিম সুলতান, জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার প্রতিনিধি মো. শরীফ মাহমুদ, মো. কামাল হোসেন, সুশীলনের সহকারি পরিচালক জিএম মনিরুজ্জামান, প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কাজী তোবারক হোসেন ও প্রকল্পের উপজেলা প্রতিনিধি কাকলি সরকার।
খুলনা গেজেট/এ হোসেন