স্থানীয় শহীদ হাদিস পার্কে দু’বাম দলের ঐক্য কংগ্রেসে বক্তারা বলেছেন, অতীতের অভিজ্ঞতার আলোকে স্পষ্ট হয়েছে দলীয় সরকারের অধীনে নিরেপক্ষ নির্বাচন সম্ভব নয়। ভোটাধিকার হরণকারীদের পরিবর্তে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বক্তারা বলেছেন, শোষণমুক্ত সমাজের জন্য বামপন্থিদের বৃহত্তর ঐক্যর প্রয়োজন। সেই প্রক্রিয়া শুরু হল।
হাদিস পার্কে আজ বেলা সাড়ে তিনটায় দু দলের ঐক্য কংগ্রেসের উদ্বোধনী পর্বে বক্তারা এ কথা বলেন। বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) এ ঐক্য কংগ্রেসের আয়োজক।
ঐক্য কংগ্রেসের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) ‘র সাধারণ সম্পাদক আঃ সাত্তার। বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টি ( মার্কসবাদী)’র ভারপ্রাপ্ত সভাপতি তুষার কান্তি দাস, বাম নেতা মোশাররফ হোসেন নান্নু, সিপিবি’র সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ, বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ, বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্রর সভাপতি এস এম কামাল উদ্দিন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের খুলনা জেলা সদস্য আনিসুর রহমান মিঠু, ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সম্পাদক গাজী নওশের আলী, কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল হোসেন, পাটকল সংগ্রাম পরিষদের ইলিয়াস হোসেন, ওয়ার্কার পার্টির কেন্দ্রীয় সদস্য স্বপ্না সুলতানা, ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি সাদিকুল ইসলাম জুয়েল, জাতীয় গনতান্ত্রিক শ্রমিক ফেডারেশনের সভাপতি শামিম ইমাম, গাজী আব্দুল হামিদ, কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি রনজিৎ চট্টপাধ্যায়। বক্তৃতায় সিপিবি নেতা প্রিন্স এ ঐক্যকে স্বাগত, শুভেচ্ছা ও অভিন্দন জানান। তিনি একইসাথে মেহনতি মানুষের ঐক্য কামনা করেন। শোষনমুক্ত সমাজব্যবস্থা গড়ার লক্ষ্যে দেশের সকল কমিউনিস্ট দলগুলোর ঐক্য কামনা করেন।
তিনি বলেন, পাটকল বন্ধের মধ্যে দিয়ে শ্রমিকদের বেকার ও ব্যাক্তি মালিকানায় ফিরিয়ে দেয়া মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। তিনি আরও বলেন, দেশে বিনা পয়সায় একটি জিনিস ছিলো সেটা ভোটের অধিকার, সেটাও তোমরা কেড়ে নিলা।
অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনৈতিক দলগুলোর ওপর নির্যাতন করছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে হামলা মামলার পাশাপাশি যুবলীগ- ছাত্রলীগের নির্যাতন বাড়ছে। আজ পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের মানে হচ্ছে কোটিপতিদের বিকাশ হচ্ছে। পৃথিবীর মধ্যে সবচেয়ে দূষিত বাতাস হচ্ছে বাংলাদেশে। পরিবেশ নিয়ে তিনি বলতে গিয়ে বলেন, রামপালের দ্বিগরাজে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দবনকে ক্ষতিগ্রস্ত করবে। এ অঞ্চলের রোগব্যাধি বাড়বে।দ্বিগরাজে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রয়োজন ছিল না। ভারত থেকে আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হচ্ছে।
উদ্বোধনী পর্ব শেষে শোভাযাত্রা হাদিস পার্ক থেকে বের হয়ে ফেরিঘাটে গিয়ে শেষ হয়। আগামীকাল সকাল নয়টায় প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে কংগ্রেসের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। কাউন্সিলে দলের নয়া নামকরণ ও নেতৃত্ব চূড়ান্ত হবে।
খুলনা গেজেট/ টি আই