রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহার ও দলিত জনগোষ্ঠীর প্রত্যাশা শীর্ষক কর্মশালায় উপস্থিত বক্তারা জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের দাবি জানিয়েছেন।
স্ট্রেনদিং অ্যাডভোকেসি ইনিশিয়েটিভস অব দলিত কমিউনিটি (সেইড) প্রকল্পের আওতায় প্রোমোটিং অ্যাডভোকেসি এন্ড রাইটস (পার) কার্যক্রমের আওতাভুক্ত একটি প্রকল্প। প্রকল্পটির আওতায় রাজনৈতিক দলসমূহের নির্বাচনী ইশতেহার ও দলিত জনগোষ্ঠীর প্রত্যাশা শীর্ষক পরামর্শ সভা দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা রেলিগেট বেসরকারি উন্নয়ন সংস্থা দলিত ‘র প্রধান কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।
সোমবার (২ অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ পরামর্শ সভায় সভাপতিত্ব এবং স্বাগত বক্তৃতা প্রদান করেন সংস্থার নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস। কর্মশালায় একাডেমিশিয়ান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বায়েজীদ খান ও শাহরিয়ার আজাদ। পরামর্শ সভার লক্ষ্য উদ্দেশ্য ও কার্যাবলী উপস্থাপন করেন দলিত’র সেইড প্রকল্পের ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন।
পরামর্শ সভায় উপস্থিত ছিলেন সম্প্রীতি ফোরামের প্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মী, একাডেমিশিয়ান, দলিত ইয়ূথ লিডার ও কমিউনিটি লিডার।
পরামর্শ সভায় অংশগ্রহণকারীবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২, ৩ ও ৪ নির্বাচনী আসনের ইশতেহার /প্রতিশ্রুতিতে দলিতদের দাবিসমূহ অন্তর্ভুক্তির লক্ষ্যে কিছু সুপারিশ প্রণয়ন করা হয়।
সামগ্রিক সুপারিশ সমূহের মধ্যে রয়েছে-
১.দলিতসহ অনগ্রসর জনগোষ্ঠীর স্বার্থ সংরক্ষণ করা হবে উল্লেখপূর্বক আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় পর্যায়ে অঙ্গীকার নামায় প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে লিখিতভাবে প্রণয়ন করার দাবি।
২.মসজিদ, মন্দিরসহ সকল ধর্মীয় উপাসনালয়ের বিদ্যুৎ বিল মওকূপ করতে হবে।
৩. নির্বাচন পরবর্তী সহিংসতা থেকে দলিতসহ অনগ্রসর জনগোষ্ঠীকে রক্ষা করতে হবে।
৪. দলিতসহ অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন কার্যক্রম জোরদার করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. দলিত সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে।
৬. খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে দলিতদের জন্য কোটা বরাদ্দ দিতে হবে।
খুলনা গেজেট/এনএম