আগামী এপ্রিলের শুরুতে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পঞ্চদশ আসর। বাংলাদেশ তখন দক্ষিণ আফ্রিকা সফরে থাকবে, খেলবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুটি টেস্ট। তবে সেই দুই টেস্টে না-ও খেলা হতে পারে সাকিব আল হাসানের।
আইপিএলে সাকিব বরাবরই হট কেক। খেলার মাঠে থাকলে আইপিএলে দল পান-তা একপ্রকার নিশ্চিত। সেই সাকিবকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইপিএলের নিয়ন্ত্রক সংস্থা ভারতীয় বোর্ড বিসিসিআইকে জানিয়েছিল, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজের জন্য আইপিএলের শুরুর অংশে থাকা হবে না সাকিবের।
তবে ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ দাবি করেছে, সাকিব দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে খেলবেন না, ওয়ানডে সিরিজ খেলেই দল ছাড়বেন আইপিএলের উদ্দেশে।
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, ‘সাকিব দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে অবশ্যই খেলবে। তবে টেস্ট সিরিজ নিয়ে কিছু বলেনি।’
তবে জালাল জানান, শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে খেলার কথা জানিয়েছেন সাকিব, যা মাঠে গড়াবে আইপিএলের শেষদিকে।
বাংলাদেশের নিউজিল্যান্ড সফরেও সাকিব ছিলেন ছুটিতে। এ বছর থেকে তিনি তিন ফরম্যাটেই নিয়মিত খেলবেন, বিসিবি সভাপতির কাছে করেছিলেন এমন দাবি। এবার শ্রীলঙ্কা সিরিজে খেলার সিদ্ধান্ত নিলেও আইপিএলের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলা হচ্ছে না সাকিবের।
আইপিএলে বাংলাদেশের আরেক নিয়মিত প্রতিনিধি মুস্তাফিজুর রহমান অবশ্য নির্বিঘ্নেই পুরো আসরে খেলতে পারবেন। আইপিএল চলাকালে বাংলাদেশের সীমিত ওভারের কোনো খেলা নেই, মুস্তাফিজেরও তাই জাতীয় দলের তাড়া নেই।
খুলনা গেজেট/এনএম