খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

থ্রি-জি সেবা বন্ধ করল বাংলালিংক

গেজেট ডেস্ক

মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক তাদের থ্রি-জি সেবা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার (৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। মূলত ফোর-জি নেটওয়ার্কের গুণগতমান ও গতি আরও বৃদ্ধি করতেই প্রতিষ্ঠানটি এই সেবা বন্ধ করে দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়-গত রোববার (৫ মে) বাংলালিংক সারা দেশে থ্রি-জি সেবা বন্ধ করে দিয়েছে।

বাংলালিংকের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) এরিক অস বলেন, ‘গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংযোগ ও উদ্ভাবনী সেবা প্রদানের উদ্দেশে ফোর-জির জন্য বরাদ্দকৃত তরঙ্গসহ অন্যান্য রিসোর্স আরও বাড়িয়ে, গ্রাহক অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।’

চলমান নেটওয়ার্ক আধুনিকীকরণ ও সম্প্রসারণের অংশ হিসেবে সম্প্রতি বাংলালিংক সংশ্লিষ্ট খাতের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে বেশ কয়েকটি নতুন চুক্তির ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি মনে করে এ চুক্তিগুলোর ফলে বাংলালিংকের ফোর-জি নেটওয়ার্ককে দেশব্যাপী আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পারবে বলে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!