খুলনা, বাংলাদেশ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বাগত বাংলা নববর্ষ ১৪৩২

থার্ড ডিভিশনের বাছাইয়ে ক্রিকেটারদের শপথ পড়ালেন শান্ত

ক্রীড়া প্রতি‌বেদক

১০ বছর আগে সব দলের অংশগ্রহণে তৃতীয় বিভাগ ক্রিকেট প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছিল। দীর্ঘ বিরতির পর ২০২৪-২৫ মৌসুম থেকে আবারও সেই বিভাগের খেলা শুরু হতে যাচ্ছে। আগামী ১০ মার্চ থেকে মাঠে গড়াবে বাছাইপর্বের খেলা। তার আগে শনিবার (৮ মার্চ) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল থার্ড ডিভিশন লিগের উদ্বোধনী অনুষ্ঠান।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী ৬০ দলের অধিনায়ক। এসব দলগুকে ভাগ করা হয়েছে ১২টি গ্রুপে। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ছিলেন ক্রিকেট বোর্ডের বাকি পরিচালকবৃন্দও।

গেল এক দশক ধরে দুই-তিন দল নিয়েই হতো এই বাছাইপর্ব। মূলত অতিরিক্ত এন্ট্রি ফি থাকায় অনেক দল অংশ নিত না। নতুন করে এই প্রতিযোগিতা শুরু হওয়ায় খুশি জোয়ার বইছে ক্রিকেটার-সংগঠকদের মনেও। আর এই টুর্নামেন্টের আগে ৬০ দলের অধিনায়ককে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পুরো অনুষ্ঠানের শুরু থেকেই ছিলেন টাইগারদের দুই ফরম্যাটের অধিনায়ক।

শান্তসহ দেশের সিনিয়র ক্রিকেটাররা বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলায় ব্যস্ত। আগামী এপ্রিলে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে জাতীয় দলের টেস্ট সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থতার পর এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজ। যথাক্রমে ২০ ও ২৮ এপ্রিল দুটি টেস্ট ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!