জ্বালানী তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনার বিক্ষুব্ধ জনতা। সোমবার (০৮ আগস্ট) সকাল ১১ টায় নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এই দেশ শ্রীলঙ্কার মতো হোক সেটা চাইনা। আগে থেকে সচেতন হতে হবে। দেশে যে লুটপাট করা হয়েছে, তার খেসারত দিতে হচ্ছে। টাকা পাচার হয়েছে, তা দেশে ফিরিয়ে আনুন। দেশের কি হবে? কৃষক-শ্রমিকের কি হবে? সেদিকে খেয়াল নেই। দেশের ২৬ পাটকল বন্ধ করা হয়েছে। সেই শ্রমিকদের অবস্থা কি? সেদিকে খেয়াল না রেখে জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে।
বক্তারা আরও বলেন, লোডশেডিংয়ের মধ্যে রাতের আধারে তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। যা সাধারণ মানুষের সাথে প্রতারণা করা হয়েছে। এই তেল মোটরসাইকেল চালক, প্রাইভেটকার, মাদিন্দ্রাসহ হালকা ও ভারী যানবাহন। তেলের মূল্য বৃদ্ধির কারণ সব সেক্টরে প্রভাব পড়বে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তৃতা দেন নিরাপদ সড়ক চাই-নিসচা’র মহানগর সভাপতি ইকবাল হোসেন বিপ্লব, আগুয়ান ৭১ কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ চৌধুরী, জেলার সভাপতি আবিদ শান্ত, পাটকল শ্রমিক রক্ষার সদস্য নিয়াজ মোর্শেদ দোলন, ছাত্র ফেডারেশন আল আমিন শেখ ও শ্রমিক নেতা আলমগীর কবির।
খুলনা গেজেট/ এস আই