খুলনা, বাংলাদেশ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ১৭ মে, ২০২৪

Breaking News

তেরখাদায় স্বাস্থ্য সেবা দিতে ব্যর্থ হলে ক্লিনিক বন্ধের নির্দেশ সংসদ সদস্যের

তেরখাদা প্রতিনিধি

জেলার তেরখাদা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভার্চুয়াল এ সভায় জুম এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী।

তিনি বলেন, সম্প্রতি তেরখাদার ক্লিনিকগুলোতে চিকিৎসকের অবহেলায় ও ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনা খতিয়ে দেখতে হবে। এতে ক্লিনিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা দিতে ব্যর্থ হলে বন্ধ করে দেবার নির্দেশ দেন তিনি। এছাড়া বারাসাত এলাকায় দীর্ঘদিনের মারামারি ঘটনাগুলো কঠোরহস্তে প্রশমনের নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য সালাম মুর্শেদী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মমতাজ বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আসাদুজ্জামান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, ওসি (তদন্ত) স্বপন কুমার রায়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম আলমগীর হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, পিআইও মোঃ সোহেল রানা, একাডেমিক সুপার ভাইজার শাহেলা সুলতানা, আ’লীগ নেতা বদরুল আলম বাদশা, মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ।

খুলনা গেজেট/এমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!