খুলনায় যুবলীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম কাটেংগা গ্রামে এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। রাকিবকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। ভুক্তভোগী যুবক তেরখাদা উপজেলার যুবলীগ নেতা রাকিব মোল্লা। তিনি পশ্চিম কাটেংগা গ্রামের আলম মোল্লার ছেলে।
পূর্বশত্রুতার কারণে এ হামলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাকিব উপজেলার বারাসাত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় বাড়ির পাশে রাস্তায় রাকিবের ওপর এ হামলা হয়। তাঁর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে পায়ের রগ কেটে দেয়। এ সময় রাকিবের চাচি নাজমা বেগম বাঁচাতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করে তারা। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে খুমেক হাসপাতালে ভর্তি করায়।
তেরখাদা থানার ওসি (তদন্ত) এস এম আলম কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে এখন কেউ অভিযোগ দেননি। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।
খুলনা গেজেট/কেডি