খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

তেরখাদার চিত্রা মহিলা কলেজের এডহক কমিটির নতুন সভাপতিকে সংবর্ধনা

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলা সদরের চিত্রা মহিলা ডিগ্রী কলেজের পক্ষে গভর্ণিং বডির এডহক কমিটির নতুন সভাপতিকে সংবর্ধনা ও কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজের হলরুমে অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় এডহক কমিটির নতুন সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজসহ কমিটির অন্যান্য সদস্যদেরকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কলেজ শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ।

কলেজ শিক্ষক প্রশান্ত কুমার বাছাড়ের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, বিদ্যোৎসাহী সদস্য সরদার আঃ মান্নান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক কে এম আলী এহসান, কলেজ শিক্ষক দেবাশিষ বিশ্বাস, মশিউর রহমান, জেড এম শামীম আহমেদ, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পাদক কে এম আলী দাদ, বিএনপি নেতা কে এম মোস্তাক আহমেদ, মোল্যা আবুল হোসেন বাবু, তোহিদ শিকদার, যুবদলের সভাপতি মোল্যা হুমায়ুন কবির, কে এম আলী নেওয়াজের সহধর্মীনি সাবিনা আজাদ, কন্যা নুরানী ফাইজা খান সহ কলেজর শিক্ষক, কর্মচারী, ছাত্রীবৃন্দ প্রমুখ।

এর আগে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে গভর্ণিং বডির এডহক কমিটির ১ম সভায় সভা অনুষ্ঠিত হয়। এসময় নতুন সভাপতি কলেজের সার্বিক উন্নয়নে কলেজ গভর্ণিং বডির সদস্য ও কলেজের শিক্ষকদের সহযোগিতা কামনা করেন এবং চিত্রা মহিলা ডিগ্রী কলেজের সার্বিক উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!