খুলনা, বাংলাদেশ | ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই
  ৩ ঘন্টা শিথিলের পর গোপালগঞ্জে পুনরায় কারফিউ চলছে

তেরখাদায় পুলিশের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার

তেরখাদা প্রতিনিধি

তেরখাদা উপজেলার বারাসাত গ্রামে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার মামলার প্রধান আসামি মো. পলাশ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ জুলাই) রাতে খুলনার রূপসা উপজেলার একটি চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় এ অভিযান চালায় তেরখাদা থানা পুলিশ।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার মূল হোতা পলাশ শেখকে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের ওপর হামলায় জড়িত কেউই ছাড় পাবে না।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৯ জুন দুপুরে তেরখাদা থানার উপ-পরিদর্শক (এসআই-নিঃ) মেহেদী হাসান একদল ফোর্স নিয়ে বারাসাত গ্রামে একটি মারামারির মামলার আসামি গ্রেপ্তারের অভিযান চালান। অভিযানে তালিকাভুক্ত আসামি মো.পলাশ শেখকে গ্রেপ্তার করতে গেলে তিনি দোকানের পেছন দিক দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে পার্শ্ববর্তী বিল এলাকা থেকে ধাওয়া করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পলাশ শেখের চিৎকারে আশপাশের বাড়ি ও দোকান থেকে রামদা, লোহার রড ও বাঁশের লাঠি হাতে প্রায় ৩০ জনের একটি দল পুলিশের ওপর হামলা চালায়। তারা পলাশকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় এসআই রথীন্দ্রনাথ পোদ্দার, কনস্টেবল মো. সোহেল রানা ও জয়ন্ত রায়সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

এজাহারে বলা হয়, মামলার ২ নম্বর আসামি হাবিব শেখ কনস্টেবল সোহেল রানাকে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে কোপ দিলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার ডান বাহুতে লাগে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। ঘটনার পরদিনই এসআই মেহেদী হাসান বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করে তেরখাদা থানায় মামলা দায়ের করেন। এরই মধ্যে গত ৯ জুলাই খুলনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার ১৫ জন অভিযুক্ত আত্মসমর্পণ করেন। বিচারক মো. নাজমুল আহসান শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ ব্যাপারে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত কেউ পার পাবে না। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে,বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!