তেরখাদায় অপারেশন ডেভিল হান্টে দুই ইউপি সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মল্লিকপুর ও বারাসাত গ্রামের নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বারাসাত ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আ’লীগ নেতা রবিউল ইসলাম টুটুল (৪২) ও মধুপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য, ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ মল্লিক (৪৮)।
এ বিষয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযান পরিচালনা করে দুই ইউপি সদস্য আ’লীগ নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিষ্ফোরক দ্রব্য আইনের মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/ টিএ