বিশ্বকাপের ফাইনালে রাত ৯টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। লুইসাইল স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের দেড় ঘণ্টা আগেই শুরুর একাদশ ঘোষণা করেছে আর্জেন্টিনা ও ফ্রান্স।
ক্যামেল ফ্লু’র কারণে শঙ্কায় থাকা রাফায়েল ভারানে ও অলিভার জিরোড আছেন ফ্রান্সের একাদশে। আছেন আদ্রিয়েন র্যাবিওটও। অন্যদিকে আর্জেন্টিনার শুরুর একাদশে আছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। যথারীতি আছেন লিওনেল মেসি ও আলভারেজ।
অন্যদিকে ফ্রান্সের মিডফিল্ডার আউরেলিয়েন চুয়োমেনি ও থিও হার্নান্দেজ শুক্রবার অনুশীলন না করলেও একাদশে আছেন।
ফ্রান্সের একাদশ: উগো লরিস, জুলেস কোন্দে, রাফায়েল ভারানে, ডায়োট উপামেকানো, থিও হার্নান্দেজ, অ্যান্টনি গ্রিজম্যান, অরেলিয়েন শুয়ামেনি, আদ্রিয়েন র্যাবিয়ট, উসমান দেম্বেলে, অলিভিয়ের জিরুড, কিলিয়ান এমবাপে।
আর্জেন্টিনার একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকলাস অটামেন্ডি, নিকলাস টালিয়াফিকো, রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আনহেল ডি মারিয়া, লিওনেল মেসি, ইউলিয়ান অ্যালভারেজ।