বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিকাংশ ক্রিকেটারের টেস্টের প্রতি অনীহার খবর অজানা নয় কারো। তবে ব্যতিক্রম যে কয়েকজন আছেন, তাদের মধ্যে অন্যতম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী মাহমুদুল হাসান জয়। টি-টোয়েন্টি ক্রিকেটের ডামাঢোল, চাকচিক্য আর অর্থের ঝনঝনানি খুব বেশি আকৃষ্ট করে না এই তরুণ ব্যাটসম্যানকে। দীর্ঘদিন বাংলাদেশ টেস্ট দলকে সার্ভিস দেওয়ার বাসনা লালন করছেন নিজের মধ্যে।
মাত্র ৪ মাসের আন্তর্জাতিক ক্যারিয়ার। দক্ষিণ আফ্রিকায় চলমান ডারবান টেস্টসহ তার ঝুলিতে খেলা টেস্টের সংখ্যা মোটে ৩টি। এই ৩ টেস্টের ৪ ইনিংসেই নিজের যোগ্যতার ছাপ রেখেছেন জয়। দক্ষিণ আফ্রিকায় যেখানে ব্যাট গাতে দিশেহারা সতীর্থরা, সেখানে নিজের টেস্ট ‘টেম্পারমেন্টের’ উত্তম প্রতিফলন দেখিয়ে একাই লড়ে যাচ্ছেন তিনি। জয়ের ধৈর্যশীল ব্যাটিংয়েই প্রোটিয়াদের বিপক্ষে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।
দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরের মাঠে প্রথম ইনিংসে ৩৬৭ রানে গুটিয়ে দিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ দল দারুণ শুরু পায়। কিন্তু দ্বিতীয় দিনে সাইমন হারমারের শেষ বিকেলের ঝড়ে এলোমেলো টাইগাররা। ৯৮ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে সফরকারীরা। তৃতীয় দিনে শঙ্কা ছিল ফলোঅন এড়ানো নিয়েই। তবে সে সব শঙ্কা উবে গেছে জয় আর লিটস দাসের ব্যাটে। তৃতীয় দিনের প্রথম সেশন শেষে ৫ উইকেট হারানো বাংলাদেশ দলের সংগ্রহ ১৮৩ রান। জয় ৮০এবং লিটন *৪১ রান দিয়ে দিনের দ্বিতীয় সেশন শুরু করবেন।
বিস্তারিত আসছে…