খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আরও ৬০ দিন বাড়ল সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
  রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  দেশে একজনের শরীরে এইচএমপিভি ভাইরাস শনাক্ত : আইইডিসিআর
২৩ হাজার ভোটে জয়ী বাম-কংগ্রেস

তৃণমূলকে হারিয়ে বিধানসভায় যাচ্ছেন সাগরদিঘির বাইরন

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সাগরদীঘি বিধানসভার উপনির্বাচনে বাম-কংগ্রেস জোটের প্রার্থী তৃণমূল ও বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করলেন।

বাম-কংগ্রেস জোটের প্রার্থী মহম্মদ বাইরন বিশ্বাস তৃণমূলের দেবাশিস ব্যানার্জিকে ২৩ হাজার ৮৯০ ভোটে হারিয়ে জয়লাভ করেন। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সাহি মাত্র ২৫ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থানে। বাম-কংগ্রেস জোটের প্রার্থী বাইরন বিশ্বাস পেয়েছেন ৮৭ হাজারেরও বেশি ভোট। অন্যদিকে তৃণমূলের দেবাশিস ব্যানার্জি পান ৬৪ হাজার ভোট।

এই কেন্দ্রের তৃণমূল বিদায়ক ও মন্ত্রী সুব্রত সাত গতবছর ২৯ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মারা যান। তার সেই আসনটি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন। পঞ্চায়েত নির্বাচনের আগে উপনির্বাচনে এই জয় বাম-কংগ্রেস জোটকে এক বাড়তি অক্সিজেন দিল। পশ্চিমবঙ্গ বিধানসভায় বাম-কংগ্রেস জোটের একমাত্ৰ বিদায়ক আই এস এফ নেতা নওসাদ সিদ্দিকী। বাইরন বিশ্বাস জোটের দ্বিতীয় বিধায়ক।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!