তীব্র তাপপ্রবাহের কারণে আজ থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন দেশের সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি সাত দিন বাড়ানো হয়েছে। অর্থাৎ ঈদের ছুটি শেষে আজ রবিবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খোলার কথা ছিল, তা আগামী ২৮ এপ্রিল খুলবে। গতকাল শনিবার শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে এই ছুটি বাড়ানোর নির্দেশনা জারি করেছে।
গতকাল দুপুরে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়ানোর ঘোষণা আসার পর ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর কী হবে তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিভাবকরা।
তবে সন্ধ্যা নাগাদ সরকারি ঘোষণার সঙ্গে মিল রেখে নিজ নিজ ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ছুটি বাড়ানোর নোটিশ পাঠায়। এতে স্বস্তিতে ফেরেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে চলমান দাবদাহের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সব স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তন সাপেক্ষে এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে।
খুলনা গেজেট/এইচ