চারপাশে আমি শুধু একচোখা মানুষ দেখি। দলীয় আনুগত্য তাদের এক চোখ অন্ধ করে দেয়। সব রাজনৈতিক দলেরই ভালো মন্দ আছে। কিন্তু আমাদের দেশে আওয়ামী লীগ সমর্থকের চোখে আওয়ামী লীগের মন্দ কিছু চোখে পড়ে না, বিএনপির ভালো কিছু ভাবতেই পারেন না। উল্টোটা বিএনপি সমর্থকের বেলায়ও সত্যি। আমাদের দেশে চক্ষুষ্মান মানুষ খুব কম, আসলে বিরল। সেই বিরলদের একজন ব্যারিস্টার রফিক উল হক চলে গেলেন। তিনি ছিলেন জাতির সত্যিকারের অভিভাবক। সবার ভুল-ত্রুটি সমানভাবে চোখে পরতো এবং তিনি তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেন। এ কারণেই ১/১১এর সময় একই সঙ্গে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়ার আইনজীবী হিসেবে লড়েছেন।
ব্যারিস্টার রফিক উল হকের মৃত্যুর ক্ষতি কখনো পূরণ হবে না। সাহসের সাথে সত্য বলার মানুষ এমনিতেই কম, আরো কমে গেল। (ফেসবুক ওয়াল থেকে)
খুলনা গেজেট / এমএম