শুক্রবার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হয়েছে, বাকি ম্যাচ খেলবে চট্রগ্রামের জহুর আহম্মদ স্টেডিয়ামে। এর পর তামিমদের সাথে ক্যারিবিয়ানদের টেস্ট সিরিজ। এরই মাঝে রয়েছে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ । দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে বিসিবি একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটিতে বিসিবি একাদশকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান।
ওয়ানডে সিরিজ শেষে ৩ ফেব্রুয়ারি শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। দুই টেস্টের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। মূল সিরিজ শুরুর আগে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা।
সেই ম্যাচে বিসিবি একাদশে খেলবে টেস্টের প্রাথমিক দলে থাকা ৫ জন। তারা হলেন- নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান ও খালেদ আহমেদ।
এ ছাড়া তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে ম্যাচটিতে। যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শরিফুল ইসলামরা রয়েছেন। তরুণ লেগি রিশাদ হোসেনও রয়েছেন এ ম্যাচে।
বিসিবি একাদশ:
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌহিদ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহিন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলি চৌধুরী, শাহাদাত হোসেন দীপু, নাঈম শেখ, শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।
খুলনা গেজেট/এ হোসেন