ইতালির রোমের কাছে একটি শহরে বন্দুকধারীর গুলিতে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। পরে বন্দুকধারী আত্মহত্যা করেছেন। ইতালির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার (১৩ জুন) এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রোম থেকে ৩৫ কিলোমিটার দূরের শহর আরদিয়ায় বাইরে সাইকেল চালানোর সময় বয়স্ক এক ব্যক্তিকে গুলি করে ৩৫ বছর বয়সী আন্দ্রে পিগানি নামের এক বন্দুকধারী। একই সময় পাঁচ ও দশ বছর বয়সী দুই ভাইয়ের ওপর গুলি চালান তিনি। এ ঘটনার পরপরই একটি ভবনে ঢুকে পড়ে বন্দুকধারী। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
বন্দুকধারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ। নিজের গুলিত দিয়েই তিনি আত্মহত্যা করেছেন। এর আগেও ওই বন্দুকধারী স্থানীয়দের গুলি করার হুমকি দিয়েছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন শহরের মেয়র।