ব্যাট হাতে মাত্র ১৯৩ রান করতে সক্ষম হয় বাংলাদেশ দল। ফলে, শুরু থেকেই বাড়তি দায়িত্ব ছিল টাইগার বোলারদের ওপর। বাংলাদেশের দেয়া ১৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৩৫ রান সংগ্রহ করে ফখর জামান ও ইমাম-উল-হক।
শরীফুল ইসলামের বলে ব্যক্তিগত ২০ রানে আউট হন ফখর। পাকিস্তানের বাবর আজমকে এদিন ইনিংস বড় করতে দেননি তাসকিন আহমেদ। দুর্দান্ত এক ডেলিভারিতে তারকা এই ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান তাসকিন। ইমাম-রিজওয়ানের জুটিতে বর্তমানে চাপে রয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৩৯ রান। ইমাম-উল-হক আউট হলেও রিজওয়ান ৩৪ রানে অপরাজিত আছেন। ফলে জয়ের সুবাতাস পাচ্ছে স্বাগতিকরা।
এর আগে, সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। পাওয়াত প্লে’তে চার উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব ও মুশফিক। তবে অভিজ্ঞ এই দুই ব্যাটারের আউটের পরই আবারও ধস নামে টাইগারদের ব্যাটিংয়ে। রউফ-নাসিম শাহ’র দুর্দান্ত বোলিংয়ে ১৯৩ রানেই গুটিয়ে যায় সাকিবরা। সুপার ফোরের প্রথম ম্যাচে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ১৯৪ রান।