তালায় শুক্রবার সকাল ১০ টায় জাতীয় পার্টির আয়োজনে ৩৬তম উপজেলা দিবস সংগঠনের তালাস্থ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও সদর ইউনিয়ন সভাপতি মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা গাজী আব্দুল জলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম নজরুল ইসলাম।
উপজেলা ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এস এম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা যুগ্ন-সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হাসান, জাতীয় পার্টির যুগ্ন-সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান হাবিব, সেচ্ছাসেবক পার্টির উপজেলা সভাপতি এড. কবির আহমেদ, সাংগঠনিক সম্পাদক বি এম বাবলুর রহমান, মো: ফারুক হুসাইন, জাপা নেতা আব্দুর রাজ্জাক বিশ্বাস, মো: আব্দুর রশিদ সরদার, মো: রহমত গোলদার, মো: নুরুল আমিন বিশ্বাস, কাজী জীবন, জগন্নাথ দাশ, কৌশিক দাশ, মো: স্বাক্ষর খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আজ ২৩ অক্টোবর বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। জাতীয় পাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ, ঘুণে ধরা প্রাগৈতিহাসিক প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙ্গে আধুনিক রাষ্ট্রের সময়োপযোগী উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেন। সূত্র: প্রেস বিজ্ঞপ্তি
খুলনা গেজেট/এনএম