তালায় ‘মুজিব বর্ষের আহবান, যুবদের কর্মসংস্থান’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, সনদ পত্র, গাছের চারা বিতরণ, যুবদের ঝণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও যুব অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজউল করিমের সভাপতিত্বে প্রধান অতিখি হিসেবে বক্তৃতা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা শংকর কুমার, অধ্যক্ষ এনামুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন প্রমুখ। যুবদের পক্ষ থেকে বক্তৃতা করেন মাছুদুজ্জামান, আলোক সংস্থার মাসুদ রানা।
আলোচনা সভায় আলোক সংস্থার নির্বাহী পরিচালক রাশিদুল ইসলামের নেতৃত্বে ৭০ জন যুবক উপস্থিত হন। আলোচনা সভা শেষে অতিথিরা সনদ পত্র, গাছের চারা বিতরণ, যুবদের ঋণের চেক বিতরণ করেন।
খুলনা গেজেট/এনএম