খুলনা, বাংলাদেশ | ১ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  প্রীতি ম্যাচ : মালদ্বীপকে ২-১ গোলে হারাল বাংলাদেশ, সিরিজ শেষ হলো ১-১ সামতায়
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪
  আগামীর বাংলাদেশ হবে ন্যায়বিচার, মানবাধিকার, বাক স্বাধীনতার : ড. ইউনূস
  জুলাই-আগস্টে নিহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে সময় লাগবে : উপদেষ্টা আসিফ

তালায় জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় আহত রইজ ফকিরের মৃত্যু

তালা ও সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় জমিজমা সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত রইজ ফকির (৩৩) মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ২টার দিকে তিনি মারা যান।

পুলিশ ও এলাকাসী সূত্রে জানা যায়, সাতক্ষীরার তালা উপজেলার নেহালপুর গ্রামের আতিয়ার রহমানের সাথে ২৭ শতক জমি নিয়ে প্রতিবেশি জাকির শেখের দীর্ঘদিন বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গত ২ আগষ্ট রবিবার সকালে বিরোধীয় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রইজ ফকিরসহ উভয় পক্ষের আট জন আহত হয়। এঘটনায় আতিয়ারের পক্ষ থেকে প্রথমে ৩ আগষ্ট ও জাকিরের পক্ষ থেকে ৪ আগষ্ট তালা থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।

এদিকে সংঘর্ষে আহতদের প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু আহত রইজ ফকিরের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানেও অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য রইজ ফকিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা ২ টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রইজের স্ত্রী রুবিনা বেগম জানান, তাদের আত্মীয় জাকিরের বাড়িতে বেড়াতে গিয়েছিলো রইজ ফকির। সেখানে জমি নিয়ে বিরোধে আতিয়ারের ভাড়াটিয়া সন্ত্রাসীরা তার স্বামী রইজের মাথায় আঘাত করে। এতে রইজ মারাত্বক আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা গেছে।স্বামীর হত্যার বিচার দাবি করেন তিনি।

জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু জানান, বিষয়টি নিয়ে আগামী শনিবার ইউনিয়ন পরিষদে দুই পক্ষের মধ্যে মিমাংসার জন্য দিন ধার্য ছিল। এর মধ্যে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে অহত রইজ ফকির মারা গেছেন।

তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, রইজ ফকির মারা যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। জাকিরের পক্ষে দায়ের করা মামলটি হত্যা মামলা হিসাবে ট্রিট করা হবে। মামলার আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!