খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

তালায় একই রাতে বিদ্যালয় ও বাড়ি থেকে চুরি

তালা প্রতিনিধি

গভীর রাতে সাতক্ষীরার তালার খলিলনগর ইউনিয়নের ৬০ নং মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একই ইউনিয়নের হরিশচন্দ্রকাটি গ্রামের নিতাই দেবনাথে বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার ( শনিবার দিবাগত রাত) রাতে এ ঘটনা ঘটে। চোরচক্র বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙ্গে ১২টি ফ্যান, ১টি ইউপিএস, ১টি মাইক্রোফোনসহ বড় সাউন্ড সিস্টেম, ৩টি তালাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায়।

মহান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ারা খাতুন জানান, প্রতিদিনের মত শনিবার স্কুল ছুটি শেষে তালা বন্ধ করে আমরা বাড়ি চলে আসি। কিন্তু রবিবার সকালে এলাকাবাসির মাধ্যমে জানতে পারি স্কুলে চুরি হয়েছে। স্কুলে গিয়ে দেখি তিনটি শ্রেণিকক্ষের তালা ভেঙ্গে ১২টি ফ্যান, ১টি ইউপিএস, ১টি মাইক্রোফোনসহ বড় সাউন্ড সিস্টেম, ৩টি তালাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় চোরচক্র। একই সাথে তালা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে ইরিশ্চন্দ্রকাটি গ্রামের নিতাই দেবনাথ জানান, শনিবার রাতে ঘুমাতে যাওয়ার আগে গরু তিনটি গোয়াল ঘরে দেখে ঘুমাতে যায়। সকালে গরু গুলো দেখতে গেলে দেখি কে বা কারা গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে গেছে। তিনি জানান, তিনটি গাভী গরুর দাম প্রায় ৫ লাখ টাকা। গরু গুলো হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি।

খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রণব ঘোষ দুঃখ প্রকাশ করে বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি এবং ইউএনও ও ওসি স্যারের সাথে ঘটনা নিয়ে তাৎক্ষণিক কথা বলি। বিদ্যালয়টিতে উপজেলার একমাত্র ডিজিটাল ক্লাসরুম রয়েছে। কিন্তু নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ার জন্য চুরি সংগঠিত হতে পারে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, সকালে চুরির ঘটনা শোন মাত্রই আমি সেখানে একজন এসআই পাঠিয়েছি। তদন্ত চলছে। চোর চক্র ধরার জন্য চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!