খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা
  বছরের প্রথম দশ দিনে হাসপাতালে ৫২৮ ডেঙ্গু রোগী, মৃত্যু ৩
তিন ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ

তালায় ইউপি নির্বাচনে ৬৩২ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

তালা প্রতিনিধি

আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সাতক্ষীরার তালা উপজেলার ১১ টি ইউনিয়নে ৬৩২ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৪৩ জন, সাধারণ সদস্য ৪৫৫ এবং সংরক্ষিত সদস্য ১৩৫ প্রাথী তাদের মনোনীত প্রতীক বরাদ্দ পেয়েছেন।

প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিক প্রচারণাও শুরু করেছেন প্রার্থীরা। প্রতীক নিয়ে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। একই সাথে তাদের উন্নয়ন কর্মকান্ডের প্রতিশ্রুতি কথা বলছেন।

খলিলনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমান (টিউবওয়েল), ইসলামকাটি ৫নং ওয়ার্ড সদস্য আল-আমীন (ফুটবল), খলিশখালি ৭, ৮, ৯ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্যা হালিমা বেগম (কলম) প্রতীক পেয়ে বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়নে ও জনগনের পাশে থাকবো। এসময় তারা ভোটারদের নিকট ভোট প্রার্থনা করেন।

তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন নৌকা প্রতীক পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ইউনিয়নবাসীর নিকট আগামী ১১ এপ্রিল নৌকা প্রতীকে সকলের নিকট ভোট প্রার্থনা করেন।

জালালপুর ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক পেয়ে বলেন, আজ থেকে আমার প্রচারণা শুরু। এসময় তিনি প্রশাসনের নিকট সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন ও পরিবেশ সবার পক্ষে সমান থাকে তার দাবি জানান এবং ভোটারদের কাছে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় জানান, ১১টি ইউনিয়নে যারা মনোনয়ন জমা দিয়ে ছিলো তাদের মধ্যে চেয়ারম্যান, সাধারণ সমস্য এবং সংরক্ষিত সদস্যদের মাঝে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। এখন থেকে তারা নির্বাচনের আচারণ বিধি মোতাবেক প্রচার-প্রচারণা করতে পারবেন। তিনি আরো বলেন, তালা উপজেলার তালা সদর, তেতুলিয়া এবং খলিলনগর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। এসময় তিনি নির্বাচন সুষ্ঠ্য ও নিরপেক্ষ হবে বলেও জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!