তালা প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার সকালে উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে আদমশুমারী ২০২১ এ দলিত জনগোষ্টির জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তরভুক্তির দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।
এ সময় মানবন্ধনে উপস্থিত ছিলেন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিডিইআরএম কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক জয়ন্তী রানী, বিডিইআরএম সভাপতি দিলীপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি জুয়েল সরকার। এ সময় বক্তরা আরও বলেন, প্রতি ১০ বছর পর পর দেশে আদমশুমারী হয়। সর্বশেষ পঞ্চম আদমশুমারী হয়েছিল ২০১১ সালে। এবার ষষ্ট আদমশুমারী হতে যাচ্ছে ২০২১ সালে। ২০২১ সালের ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত আদমশুমারীর তথ্য সংগ্রহ করা হবে। তবে এবার আদমশুমারী নয়, এর নাম হবে জনশুমারী ও গৃহগনণা এবং আদমশুমারীতে আগামী ২০২১ এ দলিত ও বঞ্চিত জনগোষ্টির জন্য আলাদা তথ্য সংগ্রহ ও অন্তভুক্তির দাবিতে তালায় এ মানববন্ধন পালিত হয়।
খুলনা গেজেট/এমআর