সাতক্ষীরার তালায় অপ্রাপ্ত বয়স্ক এক স্কুলছাত্রীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন । শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার এ আদেশ জারী করেন।
এদিকে উক্ত নিষেধাজ্ঞা ভঙ্গ করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিয়ের উপযুক্ত বয়স না হলে মেয়েকে বিয়ে দিবেন না মর্মে মুচলেকা প্রদান করেন মেয়ের বাবা।
তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, শুক্রবার উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী গ্রামের এর স্কুলছাত্রীর (১৬) বিয়ের আয়োজন ছিল। এ ব্যাপারে জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য মো. সাকিবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে সেখানে গিয়ে হাজির হন তালার কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার প্রসেনজিৎ ঘোষ, সরুলিয়া ক্লাবের সংগীত শিক্ষক টুম্পা বিশ্বাস এবং পাটকেলঘাটা থানার পুলিশের একটা টিম।
এ সময় উক্ত বিয়ের আয়োজন বন্ধ করে দেয়া হয় এবং ওই ছাত্রীর বাবা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে মুচেলকা প্রদান করেন।
খুলনা গেজেট/এএজে