খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

তালায় ভোট কাল, জয়-পরাজয় নিয়ে সংশয়ে প্রার্থীরা

সেলিম হায়দার, তালা

সাতক্ষীরা তালা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার রোববার মধ্যরাতে শেষ হয়েছে। এ নির্বাচনকে ঘিরে প্রার্থীরা রোববার দিনভর ব্যাপক প্রচার চালিয়েছেন। আগামীকাল ২১ মে মঙ্গলবার দ্বিতীয় ধাপে ৯৩ টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটের দিন সকালেই কেন্দ্রে যাবে ব্যালট পেপার।
শেষ মুহূর্তে জয়-পরাজয়ের সংশয়ে উপজেলা চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মধ্যে তিন হেভিওয়েট প্রার্থী।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা রক্ষায় নিয়েছে ব্যাপক প্রস্তুতি। এছাড়া মাঠে থাকবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ।

এই নির্বাচনে উপজেলার চেয়ারম্যান পদে ঘোষ সনৎ কুমার (কাপপিরিচ),সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ) সাংবাদিক এসএম নজরুল ইসলাম (ঘোড়া), প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম (দোয়াত-কলম),আতাউর রহমান গোলদার (মোটরসাইকেল), বিশ্বজিত সাধু (হেলিকপ্টার), এমএ মালেক (আনারস) এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ ইখতিয়ার হোসেন (মাইক) , সাংবাদিক মোঃ আব্দুল জব্বার (তালা), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ),নাজমুল হুদা পলাশ (টিয়া পাখি) , শাহ আলম টিটো (টিউবওয়েল) , মোঃ বাবলরু রশিদ (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস) ও মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তালা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিক বিন জামান জানান, নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী নিয়োজিত থাকবে। সব প্রার্থীকে সমান গুরুত্ব দিয়ে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। ভোটের দিন সকালেই কেন্দ্রে যাবে ব্যালট পেপার।

উপজেলায় ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন। ৯৩টি কেন্দ্রে উপজেলার ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এদিকে প্রচারের শেষদিনে দিনভর বিভিন্ন ইউনিয়ন, বাজারগুলোতে জনসভা ও মিছিল-মিটিং ব্যস্ত সময় পার করেছেন প্রার্থী ও তাদের নেতাকর্মীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছেন।

ভোটাররা বলছেন, এলাকার উন্নয়নে যিনি কাজ করবেন এবং ভালো মানুষ হিসেবে পরিচিত যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চান তারা।

ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এসএম নজরুল ইসলাম বলেন, পরিবর্তনের অঙ্গীকার ও স্মার্ট উপজেলা গড়ার লক্ষ্যে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান তিনি।

চিংড়ি মাছ প্রতীকে সরদার মশিয়ার রহমান বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচন তিনি আশা করেন। নির্বাচনে জনগণ তাকে বিজয়ী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কাপপিরিচ প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষ সনৎ কুমার বলেন, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে এবং সন্ত্রাস,মাদক মুক্ত ও স্মার্ট উপজেলা গড়তে এবং সাধারণ মানুষের সন্মান ও মর্যাদা রক্ষা করতে তালাবাসী অতীতের মতো এবারও কাপপিরিচ প্রতীককেই বেছে নিবেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!