দুদকের মামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের রায়ের প্রতিবাদে সাতক্ষীরায় প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে শুক্রবার (৪ আগষ্ট) বিকাল সাড়ে ৪টায় শহরের আমতলা মোড়ের নিরিবিলি কমিউনিটি সেন্টারের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলী, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা কৃষকদলের আহবায়ক সালাউদ্দিন লিটন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবুসহ অন্যরা।
সমাবেশে বক্তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতের রায়কে ‘ফরমায়েশি’ উল্লেখ করে বলেন, এ রায় আমরা মানি না।
অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছি না। আমরা দেশের মানুষের জন্য আন্দোলন করছি, মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ বাঁচানোর জন্য আন্দোলন করছি। আমরা সারা দেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনকে বাধাগ্রস্থ করা হচ্ছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বিএনপির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এতে শেখ হাসিনার পতন অনিবার্য।
খুলনা গেজেট/এনএম