খেলাকে কেন্দ্র করে অন্য সবার মতো তারকাদের মধ্যেও রয়েছে উত্তেজনা। ব্রাজিল-আর্জেন্টিনার জমজমাট ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে তারাও বিভক্ত হয়েছেন দুই দলে।
কোপা আমেরিকার ফাইনাল শুরু হচ্ছে রোববার বাংলাদেশ সময় সকাল ৬টায়। দক্ষিণ আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনার এই ম্যাচের দিকে তাকিয়ে পুরো বিশ্ব।
খেলাকে কেন্দ্র করে অন্য সবার মতো তারকাদের মধ্যেও রয়েছে উত্তেজনা। ব্রাজিল-আর্জেন্টিনার জমজমাট ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে তারাও বিভক্ত হয়েছেন দুই দলে। প্রিয় দলের খেলা দেখতে সবাই অপেক্ষা করছেন। অনেক বাক-বিতণ্ডা আর যুক্তির ঝগড়ায় নিজের প্রিয় দলকে এগিয়ে রাখছেন সমর্থকরা। তবে মূল ফল জানতে অপেক্ষা করতে হবে। মেসি না নেইমার? আর্জেন্টিনা না ব্রাজিল? শিরোপা তুলবে কারা এখন সেটা দেখার অপেক্ষা মাত্র।
জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান ছোট থেকেই সমর্থন করেন আর্জেন্টিনা। ফুটবল ভালোবাসেন। সময় পেলে খেলা দেখেন। কোপা আমেরিকায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে বসবেন প্রিয় দল আর্জেন্টিনাকে সমর্থন করতে।
পরীমনি আর্জেন্টিনার সমর্থক হলেও নেইমারকে পছন্দ করেন। এ নিয়ে তার নিজস্ব দর্শন রয়েছে। তিনি বলেন, ‘আমি ফুটবল খেলাটাকে ভালোবাসি। কোনো দলাদলি বা তর্কে যাইনি কখনো।’ ‘সাপোর্টার তো হতেই পারি, তাই বলো অন্য দল নিয়ে পাড়ার ভাবিদের মতো ঝগড়াঝাটির মধ্যে আমি নেই।’ পরীমনির স্পষ্ট কথা।
পরীমনি এর কারণ ব্যাখ্যা করে বলেন, ‘আমার ছোট ভাই ব্রাজিলের ক্রেজি ফ্যান। আমি আর্জেন্টিনার সমর্থক। যে কারণে বুঝতেই পারছেন- ও আমার পিছে সারাক্ষণ লেগে থাকে। আমিও ইচ্ছে করেই ওকে রাগিয়ে দেই।’
খেলায় জয়-পরাজয় থাকবেই উল্লেখ করে পরীমনি বলেন, ‘আমি চাই জমজমাট খেলা হোক। জমিয়ে খেলুক সবাই।’ কিন্তু কাপ আর্জেন্টিনার ঘরেই যেন থাকে- প্রত্যাশা এই ফুটবল ভক্ত নায়িকার।
তারকা দম্পতি মৌসুমী-ওমর সানি। দুজনেই সমর্থন করেন ব্রাজিল। ফাইনালে ব্রাজিলকেই সমর্থন করছেন তারা। শিরোপাও দেখতে চান সেলেকাওদের হাতে।
ভিন্ন দল সমর্থন করেন, এমন দম্পতিও আছেন। এই যেমন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ফারুকী ব্রাজিল সমর্থন করলেও তিশা কিন্তু আর্জেন্টিনার পাঁড় ভক্ত। ফাইনাল দেখতে বসবেন প্রিয় দলকে সমর্থন করতে।
অভিনেত্রী অপু বিশ্বাস ব্রাজিলের সমর্থক। তার ছেলে আব্রাম খান জয়। ছোট বলে সমর্থন করার মতো বয়স এখনও তার হয়নি। তবে ব্রাজিল সমর্থক মা তাকে পরিয়ে দিয়েছেন প্রিয় দলের জার্সি। বড় হয়ে মায়ের মতো ব্রাজিলের সমর্থক হওয়ার সম্ভাবনাই আব্রামের বেশি।
একই ঘটনা ঘটেছে চঞ্চল চৌধুরী ও তার সন্তান শুদ্ধর ক্ষেত্রে। চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার সমর্থক। এর প্রভাব পড়েছে সন্তানের ওপর। বাবাকে দেখে ছেলেও আর্জেন্টিনা সমর্থন করা শুরু করেছে।
অন্যদিকে ছোট পর্দার আরেক জনপ্রিয় মুখ অপূর্ব সমর্থন করেন ব্রাজিল। হলুদ জার্সি পরে টিভি স্ক্রিনের সামনে থাকবেন প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি দেখতে।
কণ্ঠশিল্পীদের মধ্যে আসিফ আকবর, আঁখি আলমগীর সমর্থন করেন ব্রাজিল। কোপার ফাইনাল দেখবেন হাজারো ব্যস্ততার মাঝেই।
নতুন কণ্ঠশিল্পীদের মধ্যে কর্ণিয়া আর ঝিলিক মেসির আর্জেন্টিনার সমর্থক। সকালে হলেও ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ মিস করবে না তারা।
অভিনেতা, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ছোট বেলা থেকে আর্জেন্টিনা সাপোর্ট করেন। ম্যারাডোনা থেকে মেসি- সবাইকেই তিনি শ্রদ্ধা করেন, ভালোবাসেন; তাদের খেলা ভালো লাগে। কোপাতে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে পেয়ে যেন আরও চাঙা আর্জেন্টিনার এ সমর্থক।
জায়েদের সহকর্মী, ছোটভাই চিত্রনায়ক সাইমন নেইমার ও ব্রাজিলের সমর্থক। তিনিও উচ্ছ্বসিত মেসি-নেইমার লড়াই দেখার সুযোগ পেয়ে।
হাজারো ভক্তের মতো উন্মাদনা অভিনেত্রী মাহিয়া মাহির মনেও। নিজের ফেসবুকে মাহিয়া মাহি লিখেছেন, ইনশাআল্লাহ ফাইনালে ব্রাজিলিয়ানদের সঙ্গে বসে আর্জেন্টিনার টি-শার্ট পরে খেলা দেখব।