তামিম-শান্তর দারুণ ব্যাটিংয়ে প্রথম সেশনে এগিয়ে বাংলাদেশ। শুরুতেই সাইফের উইকেট হারানো ছাড়া আর কোনো বিপদ ঘটেনি। দুজনের দ্বিতীয় উইকেটের জুটি থেকে আসে ১৫২ বলে ৯৮ রান। তামিম ৭২ বলে ৬৫ ও শান্ত ৮৬ বলে ৩৭ রান করে ক্রিজে আছেন। প্রথম সেশনের ২৭ ওভারে ১০৬ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় মুমিনুল হকের দল।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমেই প্রথম ইনিংসে দুর্দান্ত হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। এটি তার ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি। মাত্র ৫২ বলে ১০টি চারের মারে ৫০ রান করেন বাঁহাতি এই ওপেনার।
শুরুতেই উইকেট হারানোর ধাক্কা ভালোভাবে সামলে ওঠে বাংলাদেশ। ওপেনার তামিম তিনে নামা শান্তকে নিয়ে দারুণ জুটি গড়ে সেই ধাক্কা সামলে তোলেন। তামিম ইতিমধ্যে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ২৯তম হাফসেঞ্চুরি। শান্তও খেলছেন দারুণ। দুজনের জুটি থেকে এখন পর্যন্ত আসে ১১৯ বলে ৭৫ রান।
শুরুতেই সাইফ সাজঘরে ফিরলেও দুর্দান্ত খেলতে থাকেন তামিম ইকবাল। তার দারুণ ইনিংসে ১১ ওভার ৪ বলেই ফিফটির দেখা পায় বাংলাদেশ।মাত্র ৩৭ বলে ৯টি চারের মারে ৪৩ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
ওপেনার সাদমান ইসলামের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছিলেন সাইফ হাসান। সর্বশেষ টেস্টে সাদমান ফিফটি করেছিলেন। দল থেকে ছিটকে পড়েন ইনজুরির কারণে। কিন্তু সাদমানের পরিবর্তে একাদশে এসে সাইফ সাজঘরে ফেরেন শূন্য রানে। এখন পর্যন্ত খেলা তিন টেস্টের ৫ ইনিংসে সাইফের ব্যাট থেকে আসে ২৪ রান। তার মধ্যে দুটি শূন্য। সর্বশেষ খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালে ঘরের মাঠে।
পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হয়।
খুলনা গেজেট/এনএম