খুলনা, বাংলাদেশ | ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নাটোরে যাত্রীবাহী বাস খাদে পড়ে সেনাসদস্য নিহত, আহত ৬
  বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় নিহত ২

তামিম-শান্তদের জয়ের দিনে সোহান-নাঈমের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সপ্তম রাউন্ডের প্রথম দিনে শুক্রবার (২১ মার্চ) তিনটি ম্যাচ হয়েছে। যেখানে মিরপুর শের-ই বাংলার মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়েছে ধানমন্ডি স্পোর্টস ক্লাব। শুরুতে ব্যাট করতে নেমে অবশ্য বড় সংগ্রহ করতে পারেনি দলটি।

নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেটে ধানমন্ডি সংগ্রহ করে ২১৬ রান। দলের হয়ে এদিন বড় রান পাননি তামিম ইকবাল, ফিরেছেন ২৬ রান করে। রান পাননি মুশফিকুর রহিমও, ৬ রানে বিদায় নেন এই ব্যাটার। মাহিদুল ইসলাম অঙ্কনের ৪৪, রনি তালুকদারের ৩৯ এবং তাওহীদ হৃদয়ের ৫৩ রানে ভর করে ২১৬ রান মেহামেডান। ধানমন্ডির হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

জবাবে ব্যাট করতে নেমে ১৯৩ রানে অলআউট হয় ধানমন্ডি। দলের হয়ে নুরুল হাসান সোহান ১০০ রান করেন। এ ছাড়া বড় রান করতে পারেননি আর কেউই। ২৩ রানের জয়ের দিনে মোহামেডানের হয়ে ৩ উইকেট লাভ করেন সাইফউদ্দিন।

এদিকে বিকেএসপির ৩ নম্বর মাঠে লড়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং প্রাইম ব্যাংক। শুরুতে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে শাইনপুকুর সংগ্রহ করেছে ১৫৯ রান। দলের হয়ে ফারজান আহমেদ ৩৮ এবং শাহরিয়ার সাকিব করেন ২৯ রান। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট নেন নাজমুল অপু এবং শফিকুল ইসলাম।

মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় প্রাইম ব্যাংক। নাঈম শেখের ঝোড়ো সেঞ্চুরিতে সহজেই জয় তুলে নেয় দলটি।

এদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠে খেলেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং আবাহনী। বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি হওয়ায় ৩৬ ওভারে নেমে আসে ম্যাচ। শুরুতে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ২০০ রান করে। গাজী গ্রুপের অধিনায়ক এনামুল হক বিজয় সর্বোচ্চ ৬৮ ও শামসুর রহমান শুভ ৪২ রান করেন। তাদের ৩৫.১ ওভারে অলআউট করার পথে আবাহনীর মুমিনুল হক নেন সর্বোচ্চ ৪ ‍উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন মোহাম্মদ মিঠুন। গাজীর হয়ে ৩ উইকেট নেন পারভেজ জীবন।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!