দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাট করা সহজ কাজ নয়। পেসাররা বাড়তি সুবিধা আদায় করে নেন। অতীতে ফিরে তাকালে বাংলাদেশের জন্য এই কন্ডিশন কখনোই সুখকর ছিল না। এবারের সফরের প্রথম ওয়ানডেতে তাই সতর্ক শুরু করেছেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস।
সেঞ্চুরিয়নের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। লুঙ্গি এনগিদিরু প্রথম ওভার মেডেন দেন তামিম। কাগিসো রাবাদার প্রথম ৫ বলেও রান আসেনি। অর্থাৎ, প্রথম ১১ বলে রানশূন্য বাংলাদেশ। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেরোচ্ছেন তামিম-লিটন।
দেখেশুনে ব্যাট চালিয়ে রানের চাকা ঘুরাচ্ছেন তারা। ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল কোনও উইকেট না হারিয়ে ৩৩।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার মাটিতে ৯ ওয়ানডের একটিও জিততে পারেনি বাংলাদেশ। অতীত ইতিহাস পাল্টানোর মিশনে আজ (শুক্রবার) তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে মাঠে নেমেছে তামিম ইকবালরা। সেঞ্চুরিয়নের ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে সফরকারীরা।
প্রথম ওয়ানডেতে টস জিতেছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক তেম্বা বাভুমা। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। সেঞ্চুরিয়নের ম্যাচে তিন পেসার নিয়ে নেমেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আছেন শরিফুল ইসলাম। আর দুই বিশেষজ্ঞ স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
এই ম্যাচের একাদশে নেই কুইন্টন ডি কক। দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার অসুস্থতার কারণে খেলতে পারছেন না। তার জায়গায় ওপেনিং ও উইকেটকিপারের দায়িত্ব সামলাচ্ছেন কাইল ভেরিয়েনে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: কাইল ভেরিয়েনে (উইকেটকিপার), জানেমান মালান, তেম্বা বাভুমা (অধিনায়ক), এইডেন মারক্রাম, রাসি ফন ডের ডুসেন, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকাও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন, লুঙ্গি এনগিদি।
খুলনা গেজেট/এএ