বিপিএলের দশম আসরের পঞ্চম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে লড়াইয়ের পুঁজি এনে দিয়েছিলেন কনকাশন বদলি নামা লাসিথ ক্রসপুল। তবে বোলাররা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে চাপে রাখতে না পারায় সেই লড়াই আর জমে ওঠেনি।
সোমবার (২২ জানুয়ারি) দুর্দান্ত ঢাকাকে ৬ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। আগে ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রান করে ঢাকা। ১৩৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ১০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় চট্টগ্রাম। টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে এটি তাদের দ্বিতীয় জয়।
রান তাড়ায় নেমে প্রথম পাঁচ বলেই ১৯ রান পেয়ে যায় চট্টগ্রাম। কিন্তু প্রথম ওভারের শেষ বলে এসে আভিশকা ফার্নান্দোর উইকেট হারায় তারা। ২৮ রানে প্রথম দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে চট্টগ্রাম। সেখান থেকে দলের হাল ধরেন দুই তরুণ ব্যাটার শাহাদাৎ হোসেন দীপু ও তানজিদ হাসান তামিম।
দীপু-তামিমের ৫৩ রানের জুটিতে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৩১ বলে ২২ রান করে উসমান কাদিরের বলে দীপু ফিরলে এই জুটি ভাঙে। ৪০ বলে ৪৯ রান করে আউট হন জুনিয়র তামিম। শেষদিকে ১৯ বলে ৩২ রান করে জয় নিশ্চিত করেন নাজিবউল্লাহ জাদরান।
এর আগে, আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় ঢাকা। পরের ওভারেই ডাক মারেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। দলীয় ৩১ রানে নাঈম শেখ ব্যক্তিগত ৮ রানে নিহাদের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। স্কোরবোর্ডে আরও ২ রান যোগ হতেই রান আউটের ফাঁদে পড়েন আলোড়ন তোলা অস্ট্রেলিয়ান ব্যাটার অ্যালেক্স রস।
ঢাকার হয়ে ষষ্ঠ উইকেটে গুনাথিলাকার কনকাশন সাব হিসেবে নামেন লাসিথ ক্রসপুলে।
কনকাশন সাবের সুযোগ ভালোভাবেই কাজে লাগান তিনি। ইরফান শুক্কুরকে নিয়ে দলকে পাইয়ে দেন শতরান। দুজনের জুটিতে আসে ৭৩ রান।
শেষদিকে ৯ বলে ১৫ রান করে দলের সংগ্রহ ১৩০ পার করেন পেসার তাসকিন আহমেদ। চট্টগ্রামের হয়ে আল-আমিন ও বিলাল ২টি করে উইকেট তুলে নেন।
খুলনা গেজেট/ টিএ