ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের আগে দুটি প্রস্তুত ম্যাচ খেলবে বাংলাদেশ দল। নিজেদের মধ্যে ভাগ হয়ে খেলা প্রথম ম্যাচে তামিম একাদশকে সহজে হারিয়েছে মাহমুদউল্লাহ একাদশ। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত অর্ধশতকে ৫ উইকেটের জয় তুলে নিয়েছে তারা।
৩ ম্যাচ ওয়ানডে সিরিজের সঙ্গে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে উইন্ডিজ দল এখন ঢাকায়। সফরকারীদের বিপক্ষে পরিষ্কার ফেভারিট বাংলাদেশ। মূল সিরিজে মাঠে নামার আগে পূর্ণ প্রস্তুতি শুরু করে দিয়েছে স্বাগতিকরা। ওয়ানডের জন্য ঘোষিত প্রাথমিক স্কোয়াড নিয়ে ১০ জানুয়ারি থেকে অনুশীলন শুরু হয়েছে।
চার দিনের অনুশীলন শেষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিকেএসপিতে নিজেদের মধ্যে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা টাইগারদের। তার প্রথম ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয় তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ। ম্যাচে আগে ব্যাট করে তামিম একাদশ। দলটির হয়ে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন আফিফ হোসেন।
এছাড়া অধিনায়ক তামিম ২৮, নাজমুল হোসেন শান্ত ২৭ ও সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ২৪ রান। আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে না পারলে মাত্র ১৬১ রানেই গুটিয়ে যায় তামিম একাদশ। মাহমুদউল্লাহ একাদশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার হাসান মাহমুদ। শরিফুল, আল আমিনরা নেন ২ উইকেট করে।
৪০ ওভারে ম্যাচে ১৬২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খুব বেশি বেগ পেতে হয়নি মাহমুদউল্লাহ একাদশের। ওপেনার নাঈম শেখ ৪৩ রান করে শক্ত ভিত গড়ে দেন। এরপর সাকিব আল হাসান মাত্র ৯ রান ও মুশফিকুর রহিম ২৮ রানে আউট হলে মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে দলকে ৫ উইকেটের জয় এনে দেন মাহমুদউল্লাহ। ১৯ বল হাতে রেখে পাওয়া জয়ে অর্ধশতক করা মাহমুদউল্লাহ নিজে অপরাজিত থাকেন ৫১ রান করে।
সংক্ষিপ্ত স্কোর
তামিম একাদশ : ১৬০/১০, ৩৭.২ ওভার (আফিফ ৩৫, তামিম ২৮, শান্ত ২৭, সৌম্য ২৪; হাসান ৪/২১, শরিফুল ২/২৭, আল আমিন ২/৩২)
মাহমুদউল্লাহ একাদশ : ১৬২/৫, ৩৬.৫ ওভার (মাহমুদউল্লাহ ৫১*, নাঈম ৪৩, মুশফিক ২৮; মেহেদী ১/১৬, মুস্তাফিজ ১/৩৮)
ফল: মাহমুদউল্লাহ একাদশ ৫ উইকেটে জয়ী।
খুলনা গেজেট/এমএম