ঈদের ছুটিতে ও ছুটি কাটিয়ে কর্ম চাঞ্চল্যে ফেরা মানুষের অস্বস্তি তীব্র তাপদাহ। স্বস্তির বৃষ্টিতেও কমছে না গরম। মঙ্গলবার (০৪ আগস্ট) ভোর রাত থেকে বৃষ্টি হচ্ছে। আগামী তিনদিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দু’এক জায়গায়, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুরে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ মোঃ আমিরুল আজাদ বলেন, বৃষ্টি এখন প্রায় প্রতিদিনই দুই/একপশলা হবে। কখনো সকালে-কখনো সন্ধ্যায়। এভাবে তিন/চারদিন চলতে পারে। উল্লেখিত সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৭২ঘণ্টায় দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা দুর্বল অবস্থায় বিরাজ করছে।
খুলনা গেজেট/এআইএন