খুলনা, বাংলাদেশ | ১ মাঘ, ১৪৩১ | ১৫ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দুদক সংস্কারে ৪৭ প্রস্তাবনা কমিশনের; কাল দেয়া হবে প্রধান উপদেষ্টা কে
  ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

তাকে ও তার দলকে আহত করার ষড়যন্ত্র চলছে : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, দেশটি রাজনৈতিকভাবে অস্থিতিশীল হয়ে পড়ছে। পিটিআই এর নেতা শাহবাজ গিলের গ্রেপ্তারকে ঘিরে বিতর্কের মধ্যে বুধবার (১৭ আগস্ট) ইমরান খান একথা বলেছেন। খবর এনডিটিভির।

টেলিভিশনে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করার পর দেশটির মিডিয়া কর্তৃপক্ষ শাহবাজ গিলকে অত্যন্ত ঘৃণ্য ও রাষ্ট্রদ্রোহী বলে । এই ঘটনায় গত ৯ আগস্ট তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

বুধবার পুলিশের অনুরোধে শাহবাজের দুই দিনের শারীরিক রিমান্ড মঞ্জুর করেছেন ইসলামাবাদের একটি স্থানীয় আদালত।

ইমরান খান শাহবাজকে হাসপাতালে নেওয়ার ভিডিওসহ টুইটার পোস্টে লিখেছেন, দেশটি ব্যানানা রিপাবলিকে পরিণত হচ্ছে। তাদের বর্বরতার স্তরে সভ্য বিশ্ব হতবাক হচ্ছে। সবচেয়ে খারাপ দিক হলো সুষ্ঠু বিচার ছাড়াই একটি সহজ লক্ষ্য বেছে নেওয়া হয়েছে নির্যাতনের মাধ্যমে।

অন্যদিকে, শাহবাজ গিলকে শারীরিক অবস্থার জন্য পাকিস্তান ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

শাহবাজ গিলকে আবারও পুলিশ রিমান্ডে পাঠানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান।

ইমরান বলেছেন, শাহবাজ গিলকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পর আবার থানায় নিয়ে যাওয়ার সময় তার ওপর চালানো নির্যাতনের কারণে তার মানসিক ও শারীরিক অবস্থা খুবই নাজুক হয়ে গেছে। এটি একটি ষড়যন্ত্রের অংশ বলে জানান তিনি।

খুলনা গেজেট/এইচআরডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!